ঠাকুরগাঁওয়ের তিন শিক্ষার্থী দিনাজপুর থেকে নিখোঁজ


প্রকাশিত: ০৯:৩৯ এএম, ২৪ সেপ্টেম্বর ২০১৬

ঠাকুরগাঁওয়ের তিন ছাত্র দিনাজপুরের বনতারা মাদরাসাতুল উলুম কওমি মাদরাসা থেকে বুধবার নিখোঁজ হয়েছে।

নিখোঁজ ছাত্ররা হলো, ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর বড়পূগী গ্রামের শাহ আলমের ছেলে সুজন আলী (১২), নজরুল ইসলামের ছেলে আহসান হাবিব (১৩), আবুল হোসেনের ছেলে সাজেদুর ইসলাম সাজু (১২)।

উল্লেখ্য, শিক্ষার্থীরা দিনাজপুরের মহনপুর এলাকার বনতারা মাদরাসাতুল উলুম কওমি মাদরাসায় তিন বছর ধরে হাফেজিতে অধ্যায়ন করে আসছিল।

মাদরাসার প্রধান ক্বারী সহিদুল্লাহ বলেন, গত বুধবার সকালে তারা নাস্তা করার জন্য বের হয় আর ফেরত আসেনি। অনেক খোঁজাখুঁজির পরেও না পেয়ে ক্বারী সহিদুল্লাহ গত শুক্রবার দিনাজপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন। ডায়েরি নং ১৩৮৮।

নিখোঁজ ছাত্র সুজনের বাবা শাহ আলম বলেন, ছেলেরা নিখোঁজ শুনে আমরা খুবই চিন্তিত। সম্ভব সব জায়গায় খবর নিচ্ছি কোথাও পাচ্ছি না, এ অবস্থায় কি করবো কিছু বুঝে উঠতে পারছি না।

রবিউল এহসান রিপন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।