ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় আহত ৩০


প্রকাশিত: ১০:৩৯ এএম, ২৪ সেপ্টেম্বর ২০১৬

ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৩টায় বড় খোঁচাবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রংপুর থেকে ছেড়ে আসা বিআরটিসির বাস বড় খোঁচাবাড়ি নামক স্থানে পৌঁছালে ঠাকুরগাঁও থেকে ছেড়ে যাওয়া রংপুরগামী একটি গেটলক বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় গেটলটের চালকসহ ৩০ জন আহত হয়।

পরে স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালে ভর্তি করেন। এসময় প্রায় ২ ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঠাকুরগাঁও সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, বিআরটিসির বাসটি নিয়ন্ত্রণ হারানোর কারণে এ ঘটনা ঘটেছে। এতে কোনো প্রাণহানি ঘটেনি।

রবিউল এহসান রিপন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।