ফেনীতে অস্ত্র-গুলিসহ যুবদল নেতা আটক
ফেনী শহরের ইসলামপুর সড়ক থেকে দুইটি রাইফেল, বন্দুক ও বিপুল পরিমাণ গুলিসহ যুবদল নেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার বিকেল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের ইসলামপুরে ফেনী গোয়েন্দা পুলিশের ওসি আবুল কালাম আজাদের নেতৃত্বে অভিযান চালিয়ে পৌর যুবদল নেতা আমজাদ হোসেন সুমনকে আটক করে।
এসময় পুলিশ দুইটি বিদেশী বন্দুক, দুইটি রাইফেল, একশত রাউন্ড রাইফেলের গুলি ও চারটি ম্যাগাজিন উদ্ধার করে। আটক সুমনের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।
ফেনী পুলিশ সুপার (এসপি) রেজাউল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।
জহিরুল হক মিলু/এআরএ/এমএস