চাঁদপুরে শিবিরের নেতাসহ গ্রেফতার ৯

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৫:৪৮ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৫

চাঁদপুর সদর দক্ষিণ শিবিরের সেক্রেটারি আব্দুল হাইসহ ৯ জনকে সোমবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।

সদর উপজেলার নতুনবাজার পুরানবার সেতুর ওপর থেকে তিনজন ও হাজীগঞ্জ থানার বিভিন্ন স্থান থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম ও হাজীগঞ্জ থানার ওসি মো. শাহ আলম গ্রেফতারের বিষয় নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে বিভিন্ন নাশকতার মামলা রয়েছে।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।