খাগড়াছড়িতে দেড় কোটি টাকার কাঠ জব্দ
খাগড়াছড়িতে বিশাল বহরের বাঁশের চালির উপর-নিচে অভিনব কায়দায় পাচার হওয়া সেগুন কাঠ জব্দ করা হয়েছে। জব্দ কাঠের মূল্য প্রাড় দেড় কোটি টাকা।
লক্ষীছড়ি সেনা জোনের অধীন বর্মাছড়ি ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ইমরান হোসেনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল কাঠ পাচারের বিষয়টি নিশ্চিত হয়ে শনিবার রাতে সর্তাখালে অভিযান চালিয়ে এসব কাঠ জব্দ করে।
লক্ষীছড়ি সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মো. রাসেল আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয় পাচারকারীরা পালিয়ে যায়। জব্দকৃত কাঠ এবং বাঁশ খিরাম বনবিটে হস্তান্তর করা হয়েছে। সোমবার বিকেলের বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
মুজিবুর রহমান ভুইয়া/এএম/আরআইপি