লক্ষ্মীপুরে দগ্ধ পিকআপ চালকের ঢাকায় মৃত্যু
লক্ষ্মীপুরে অবরোধ ও হরতাল সমর্থকদের ছোঁড়া পেট্রলবোমায় দগ্ধ পিকআপভ্যান চালক কামাল হোসেন (২৮) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার ভোররাত সাড়ে ৪টায় মারা যান তিনি।
কামাল হোসেন লক্ষ্মীপুর সদর উপজেলার বাঞ্ছানগর গ্রামের সাখওয়াত আলীর ছেলে। টানা অবরোধের আগুন ও হামলায় এ নিয়ে লক্ষ্মীপুরে মোট চারজনের মৃত্যু হয় বলে জানা গেছে।
নিহত কামালের ভাই শাহজাহান জানান, সোমবার সন্ধ্যায় বেগমগঞ্জের চৌমুহনী থেকে পিকআপভ্যানে করে চাল নিয়ে
লক্ষ্মীপুর যাচ্ছিলেন কামাল। পথে লক্ষ্মীপুর পুলিশ লাইনের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করে।
এতে করে পিকআপভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে তিনজন দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে
লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করান। পরে সেখান থেকে তাদের ঢামেক হাসপাতালে নিয়ে আসা হলে মঙ্গলবার ভোরে মারা যান কামাল।
এ ঘটনায় আহত নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা খোরশেদ আলমের ছেলে জুয়েল (২২) ও একই উপজেলার মোস্তফার ছেলে পিকআপের হেলপার মিলনসহ (১৮) আরও দুই জনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রামগতি থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিএ/পিআর