সুন্দরবনে অপহৃত ৪ জেলে উদ্ধার


প্রকাশিত: ১১:০৮ এএম, ২৬ সেপ্টেম্বর ২০১৬

সুন্দরবনের সুপতি এলাকার শাপলা খাল থেকে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর হাতে অপহৃত চার জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। সোমবার দুপুরে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেদের বাড়ি বরগুনার পাথরঘাটা এলাকায়।

কোস্টগার্ড মংলা পশ্চিম জোনের অপারেশন অফিসার লে. এম ফরিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, সুন্দরবনের বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর লোকজন ওই চার জেলেকে আটক করে পরিবারের নিকট থেকে মুক্তিপণ দাবি করে আসছিল। টাকা না পেলে তাদের হত্যা করা হবে এমন খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা সোমবার বেলা সাড়ে ১১টায় সুন্দরবনের সুপতি এলাকার শাপলা খালে অভিযান চালায়।

বনদস্যুরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মুক্তিপণের দাবিতে আটক চার জেলেকে শাপলা খালে ফেলে পালিয়ে বনের গহীনে পালিয়ে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা চার জেলেকে উদ্ধার করে মংলা ঘাটিতে নিয়ে আসে। উদ্ধারকৃত জেলেদের মধ্যে রয়েছে বরগুনার পাথরঘাটা এলাকার শ্যামল, বিমল, খমল ও শিপু।

শওকত আলী বাবু/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।