বাল্য বিয়ে না করার শপথ নিলো ৭শ শিক্ষার্থী
নিজেরা বাল্য বিয়ে করবো না এবং কারো বাল্য বিয়ে হতে দিবো না-এমন শপথ নিলো মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাইট ঘর তেওতা উচ্চ বিদ্যালয়ের ৭শ শিক্ষার্থী। এসময় উপস্থিত অভিভাবক ও জনপ্রতিনিধিরাও বাল্য বিয়ে বন্ধে ভূমিকা রাখার শপথ নেন।
সোমবার বিকেলে ষাইট ঘর তেওতা উচ্চ বিদ্যালয় হল রুমে ‘বাল্য বিয়ে নিরোধ’ সংক্রান্ত এক মতবিনিময় সভায় এই শপথ নেন শিক্ষার্থীসহ উপস্থিত ব্যক্তিবর্গ।
শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি শিবালয় উপজেলা নিবার্হী কর্মকর্তা কামাল মোহাম্মদ রাশেদ।
তেওতা ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি খন্দকার মুশফিকুর রহমান, ষাইট ঘর তেওতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকরাম হোসেন খান, সাংবাদিক বাবুল আকতার মঞ্জুর, শহিদুল ইসলাম, বি.এম খোরশেদ, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, রওশন আরা বেগম, দশম শ্রেণির শিক্ষার্থী মিতু আক্তার ও মামু শেখ।
উপজেলা নির্বাহী অফিসার কামাল মোহাম্মদ রাশেদ তার বক্তব্যে বলেন, শিবালয় উপজেলাকে বাল্য বিয়ে মুক্ত ঘোষণা করতে কাজ শুরু করেছেন তিনি। এজন্য শিগগিরই ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করা হবে।
তিনি ঘোষণা করেন, তার উপজেলায় জন্ম নিবন্ধন ছাড়া কোনো বিবাহ রেজিস্ট্রি হবে না। যদি কেউ করার চেষ্টা করেন তাকে আইনের আওতায় আনা হবে।
বি.এম খোরশেদ/এমএএস/পিআর