শেরপুরে বন্যহাতির আক্রমণে বৃদ্ধা নিহত


প্রকাশিত: ০৫:৪০ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৬
ফাইল ছবি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের পশ্চিম বাকাকুড়া এলাকার পানবর গ্রামে বন্যহাতির আক্রমণে এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত টিবিরন বেওয়া (৬০) ওই গ্রামের মৃত হজরত আলীর স্ত্রী।

বনবিভাগের তাওয়াকুচা বীট কর্মকর্তা মো. আশরাফুল আলম জানান, সোমবার সন্ধ্যায় পাহাড় থেকে ৩০/৩৫টি বন্যহাতির একটি দল পশ্চিম বাকাকুড়া এলাকার লোকালয়ে নেমে আসে। এসময় স্থানীয় লোকজন তাড়াতে গেলে নিজ বসতভিটায় দাঁড়িয়ে থাকা টিবিরিন বিবিকে হাতির দলের একটি হাতি ছুটে এসে শুড় পেঁচিয়ে গাছের সঙ্গে আছাড় দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্ম (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বন্যহাতির আক্রমণে পশ্চিম বাকাকুড়া গ্রামে একজন নিহত হয়েছেন বলে স্থানীয়রা তাকে জানিয়েছেন।

এর আগে গত শুক্রবার রাতে কাংশা ইউনিয়নের ছোট গজনী এলাকায় বন্যহাতির আক্রমণে লরেন্স কুবি (৫৫) নামে এক কৃষক মারা যান এবং আহত হন আরো দুই কৃষক।

হাকিম বাবুল/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।