খাগড়াছড়ির ৩ ইউনিয়নে ভোট ৩১ অক্টোবর
আগামী ৩১ অক্টোবর খাগড়াছড়ির গুইমারা উপজেলার তিন ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসার মো. নুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিশনের উপ-সচিব (নির্বাচন পরিচালনা-২) ফরহাদ আহম্মদ খান স্বাক্ষরিত তফসিল অনুযায়ী খাগড়াছড়ির নবগঠিত গুইমারা উপজেলার গুইমারা সদর, হাফছড়ি ও সিন্ধুকছড়ি এ তিন ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩১ অক্টোবর।
কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী গুইমারার তিন ইউনিয়নে মনোয়নপত্র জমাদানের শেষ তারিখ ৬ অক্টোবর, যাছাই-বাছাই ৭ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ অক্টোবর এবং ভোটগ্রহণ ৩১ অক্টোবর।
গুইমারা উপজেলার গুইমারা সদর ইউনিয়নে ৯ হাজার ৫৭২জন, সিন্ধুকছড়ি ইউনিয়নে ৪ হাজার ৫৬৯ জন ও হাফছড়ি ইউনিয়নে ১৩ হাজার ৬৪৪ জন ভোটার পরবর্তী মেয়াদের জন্য তাদের নতুন অভিভাবক নির্বাচিত করবেন।
মুজিবুর রহমান ভুইয়া/এসএস/এমএস