গাইবান্ধায় অর্ধদিবস হরতাল পালিত


প্রকাশিত: ০৭:৩৪ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৬

রংপুর সুগার মিলের দখলকৃত জমি উদ্ধারের দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। আখচাষী সমিতি ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন এ হরতাল কর্মসূচি আহ্বান করেছে।

হরতাল চলাকালে মঙ্গলবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত বোনারপাড়া-সান্তাহারগামী কলেজ ট্রেন অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। এ সময় ট্রেনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। এছাড়া মহিমাগঞ্জের সকল ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন চলাচল বন্ধ থাকে।

হরতালকারীদের দাবি, স্থানীয় আদিবাসী ও বাঙালিরা তিনমাস আগে গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জে রংপুর সুগার মিলের ১৮৪২ একর ফসলি জমি ও পুকুর জবর দখল করে। দীর্ঘদিন ধরে মিলের জমি দখলমুক্ত করার জন্য আন্দোলন করলেও প্রশাসন কোনো পদক্ষেপ না নেয়ায় তারা হরতাল কর্মসূচি ঘোষণা করে।

Hartal

হরতাল চলাকালে সকাল ৭টার দিকে বোনারপাড়া থেকে সান্তাহারের উদ্দেশ্যে ছেড়ে আসা কলেজ ট্রেনটি মহিমাগঞ্জ স্টেশনে আসলে হরতালকারীরা অবরোধ করে রাখেন। এ সময় ৪টি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়লে ট্রেন যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

পরে গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার ও সহকারী কমিশনারের (ভূমি) আশ্বাসে ট্রেন অবরোধ প্রত্যাহার করা হয়।  

গোবিন্দগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) আহম্মদ আলী বলেন, অবৈধ দখলদারদের উচ্ছেদের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অমিত দাশ/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।