মানিকগঞ্জে ৪ দিন ধরে মাছ বিক্রি বন্ধ


প্রকাশিত: ০৩:০৮ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৬
ফাইল ছবি

কৃষক আলেক মিয়ার বাড়িতে মেয়ের শ্বশুর এসেছেন বেড়াতে। তাইতো বেয়াইয়ের জন্য সকালেই মাছ কিনতে বাজারে এসেছেন তিনি। কিন্তু মাছ বাজরে এসে কোনো মাছ পাননি।

প্রবীণ এক জেলেকে মারধরের প্রতিবাদে চারদিন ধরে মাছ বিক্রি বন্ধ রয়েছে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বড় কালিয়াকৈর বাজারে। ফলে চরম বিপাকে পড়েছেন স্থানীয়রা।

জানা গেছে, গত শুক্রবার সূর্য রাজবংশী (৭০) নামে এক জেলেকে তুচ্ছ ঘটনায় বেধড়ক মারপিট করে ফজিল মিয়া নামে এক ব্যক্তি। গুরুতর আহত সূর্যকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ৫ দিন পর মঙ্গলবার তিনি বাড়িতে ফিরেছেন।

সূর্য রাজবংশীর বড় ছেলে হারান রাজবংশী জানান, তার বাবাকে অকারণে মারপিট করার প্রতিবাদে গত রোববার থেকে স্থানীয় জেলেরা বাজারে মাছ বিক্রি বন্ধ রেখেছেন। মারপিটের ঘটনার বিচার না হওয়া পর্যন্ত এই ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নাম প্রকাশ না করার শর্তে এক জেলে জানান, সূর্য রাজবংশীকে মারপিটে ঘটনায় স্থানীয় ইউপি সদস্যসহ গ্রামের গণ্যমান্যরা সুষ্ঠু সমাধানের আশ্বাস দিয়েছিলেন। এজন্য তার পরিবার আইনের আশ্রয় নেননি। কিন্ত বর্তমানে ইউপি মেম্বারসহ তার লোকজন হুমকি দিচ্ছেন ধর্মঘটকারী জেলেদের বাজারে আর কখনো মাছ বিক্রি করতে দেয়া হবে না।

কালিয়াকৈর বাজার কমিটির সভাপতি আসমান মিয়া জানান, বাজারে প্রতিদিন ৭০ থেকে ৮০ জন জেলে মাছ বিক্রি করেন। কিন্তু গত ৫ দিন ধরে মাছ বিক্রি বন্ধ থাকায় ক্রেতারা চরম বিপাকে পড়েছেন। তবে বাজারে জেলেদের মাছ বিক্রি করতে না দেয়ার হুমকির বিষয়টি তার জানা নেই।

তিনি জানান, ধর্মঘটের বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানানো হয়েছে। কিন্তু বিষয়টি কেউ সুরাহার উদ্যোগ নিচ্ছেন না।

বি.এম খোরশেদ/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।