৬ দফা দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ


প্রকাশিত: ০৮:২৭ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৬

মাধ্যমিক শ্রেণির পরীক্ষার মান বণ্টন পরিবর্তনসহ ৬ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ের ১৩টি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে।

বুধবার দুপুরে চৌরাস্তায় সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এ সময় প্রায় ২ ঘণ্টা শহরের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে জেলা প্রশাসক আব্দুল আওয়াল ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে অবরোধ তুলে দেয়।

এদিকে, ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা। ৬ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো ৬টি সৃজনশীল প্রশ্নের উত্তর ২ ণ্টা ১০ মিনিটে দেয়া অনেক কঠিন হয়ে যায়। সেখানে ২ ঘণ্টা ৩০ মিনিটে ৭টি সৃজনশীল প্রশ্নের উত্তর কিভাবে দেবে শিক্ষার্থীরা। তাই শিক্ষার্থীদের কথা চিন্তা করে সৃজনশীল ৭টির পরিবর্তে ৬টি করার দাবি জানান শিক্ষার্থীরা।

এ সময় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, রিভারভিউ উচ্চ বিদ্যালয়, সিএম আয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজসহ প্রায় ১৩ স্কুলের কয়েক হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
 
রবিউল এহসান রিপন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।