গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু


প্রকাশিত: ০৭:২৯ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৬
প্রতীকী ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যৃৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কোচাশহর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন-ওই গ্রামের আজগর আলীর ছেলে নুরুল আমিন রতন (৪৭) ও তার ছোট ভাই নাহিদ হাসান মিতুু (৩৭)। রতন স্থানীয় ধর্মা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মিতু রংপুর সুগার মিলে সিডিএ পদে কর্মরত ছিলেন।

এলাকাবাসী জানান, সকালে গোসল শেষে বড় ভাই রতন তারের সঙ্গে কাপড় শুকাতে দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি টের পেয়ে তাকে রক্ষা করার জন্য ছোট ভাই মিতু এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।

কোচাশহর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোশারফ হোসেন দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

অমিতাভ দাশ/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।