সুন্দরবনে অস্ত্রসহ দুই বনদস্যু গ্রেফতার


প্রকাশিত: ০১:১৪ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৬

সুন্দরবনের বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর দুই সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করা করেছে। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি বন্দুক উদ্ধার করা হয়। মংলাস্থ কোস্টগার্ড পশ্চিম জোনের কার্যালয়ে তাদের রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরপুঁটিয়া এলাকায় অভিযান চালিয়ে কোস্টগার্ড সদস্যরা তাদের গ্রেফতার করে।

তারা হলেন, সাতক্ষীরার তালা উপজেলার শিবপুর গ্রামের খান আনোয়ার হোসেনের ছেলে খান আশরাফ হোসেন রাজু (৪০) এবং বাগেরহাটের রামপাল উপজেলার রণসেন গ্রামের মাজেদ আলী শেখের ছেলে ইউনুস আলী শেখ (৩২)।

মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মেহেদী মাসুদ বলেন, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরপুঁটিয়া এলাকায় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা অবস্থান করছে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা সেখানে অভিযানে চালান।

এসময় বনদস্যুরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে দুইজনকে একটি বিদেশি বন্দুকসহ ধরে ফেলে। বাকিরা বনের গহীনে পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বাগেরহাটের মংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো বলেন, সম্প্রতি সাগরে ও সুন্দরবনের নদীতে বনদস্যুদের হাতে জেলে অপহরণের ঘটনা বেড়ে যাওয়ায় কোস্টগার্ড ওই সব এলাকায় অভিযান জোরদার করেছে। জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ড চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শওকত আলী বাবু/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।