নাটোরে পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু


প্রকাশিত: ০১:২০ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৬
প্রতীকী ছবি

নাটোরে পানিতে ডুবে জিম খাতুন (৮) এবং জাকিয়া সুলাতানা (১২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এবং দুপুরে পৃথক এই ঘটনা ঘটে।

নিহত জিম খাতুন লক্ষীপুর খোলাবাড়িয়া চৈড়ীগ্রামের আবু বক্কর সিদ্দিকের মেয়ে এবং জাকিয়া সুলতানা একই ইউনিয়নের খামার খোলাবাড়িয়া গ্রামের আতিকুর রহমানের মেয়ে।
 
এলাকাবাসীরা জানান, শুক্রবার সকালে জিম খাতুন বাড়ির পার্শ্বে পুকুরে গোসল করতে যায়। এসময় সবার অজান্তে পুুকরে ডুবে যায়। পরে বাড়ির লোকজন জিমের খোঁজ করতে থাকলে পুকুরে তার মরদেহ ভেসে উঠে। জিম খাতুন স্থানীয় মাদরাসায় পড়াশুনা করতো।

অপরদিকে, শুক্রবার দুপুরে বাড়ির পার্শ্বে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে জাকিয়া সুলতানা নামে অপর এক শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রেজাউল করিম রেজা/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।