বাগেরহাটে ডাকাতির ঘটনায় আটক ৪


প্রকাশিত: ০৬:৩৩ এএম, ০১ অক্টোবর ২০১৬

বাগেরহাটের রামপালে মাদরাসা সুপারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা নগদ ৩০ হাজার টাকা ও চার ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে চারজনকে ধরে পুলিশে দিয়েছে জনগণ।

শনিবার ভোরে রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের রণসেন গ্রামের মাওলানা খলিলুর রহমানের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। তিনি ফয়লা সুফিয়া দাখিল মাদরাসার সুপার।

আটকরা হলেন-বাগেরহাটের মংলা উপজেলার আমির আলী খানের ছেলে মোতাচ্ছিন খান (৫২), রামপাল উপজেলার ভরসাপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুল কাদের (২৭), বাগেরহাট সদর উপজেলার কালিয়া গ্রামের শেখ আবু সুফিয়ানের ছেলে শেখ সুমন হোসেন (৩২) ও একই গ্রামের শেখ আসাদুর রহমানের ছেলে শেখ রবিউল ইসলাম (৩০)।

রামপাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন বলেন, শনিবার ভোর ৪টার দিকে ৪/৫ জনের ডাকাত দল মাদরাসা সুপার খলিলুর রহমানের বাড়িতে ঢুকে ঘরের গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৩০ হাজার টাকা ও চার ভরি স্বর্ণলংকার লুট করে নিয়ে যায়।

ডাকাত দল চলে যাওয়ার পর মাদরাসা সুপারের ডাকচিৎকারে আশেপাশের লোকজন এসে চারিদিক ঘিরে ফেলে চারজনকে ধরে গণপিটুনি দেয়। পরে পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে চারজনকে আটক করে। এই চারজনের মধ্যে প্রাথমিকভাবে মোতাচ্ছিন খান ও আব্দুল কাদেরের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। অন্যদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শওকত আলী বাবু/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।