রংপুর চিনি কল শ্রমিক-কর্মচারীদের রেলপথ অবরোধ


প্রকাশিত: ০৬:৪০ এএম, ০১ অক্টোবর ২০১৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের ডাকে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।

অবরোধ চলাকালে শনিবার সকাল ৮টা থেকে সান্তাহারগামী ও লালমনিরহাটগামী দুইটি ট্রেন প্রায় ৩ ঘণ্টা অবরোধ করে রাখে।

অবরোধের কারণে বোনারপাড়াসহ এই রুটে চলাচলকারী সকল রেল চলাচল বন্ধ ছিল। এ সময় আন্দোলনকারীরা রেললাইনের ওপর সমাবেশ করে। অবরোধ চলাকালে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিল। পরে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ প্রত্যাহার করে নেয় তারা।

অবরোধকারীরা দাবি করেন, স্থানীয় আদিবাসী ও বাঙালিরা তিনমাস আগে গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জে রংপুর সুগার মিলের ১৮৪২ একর ফসলি জমি ও পুকুর দখল করে। দীর্ঘদিন ধরে মিলের জমি দখলমুক্ত করার জন্য আন্দোলন করলেও প্রশাসন কোনো পদক্ষেপ না নেয়ায় তারা অবরোধ কর্মসূচি ষোষণা করে।

নিজেদের বাপ-দাদার জমি দাবি করে সাহেবগঞ্জ ইক্ষু খামারের বেশ কিছু জমি দখল করে সাওতাল অধিবাসী ও স্থানীয় কিছু ব্যক্তি বাড়িঘরও নির্মাণ করেছে। এতে করে  ১ সেপ্টেম্বর থেকে রোপণ মৌসুম শুরু হলেও রংপুর চিনিকল কর্তৃপক্ষ এখন পর্যন্ত খামারের ২০১৬-২০১৭ রোপণ মৌসুমের কাজ শুরু করতে পারেনি।

অমিত দাশ/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।