মাদক ব্যবসার বিরোধিতার জেরে যুবক খুন
ফেনী সদর উপজেলার শশর্দীতে মাদক ব্যবসার বিরোধিতা করায় লোকমান হোসেন (৪৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার নিহতের ছেলে হানিফ বাদী হয়ে রোববার সকালে মাদক ব্যবসায়ী নিজাম উদ্দিনকে প্রধান আসামি করে মামলা করেছেন।
ফেনী মডেল থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ফেনী সদর উপজেলার শশর্দী ইউনিয়নের নোয়াবাদের ইউপি সদস্য মিলন মেম্বারের বাড়ির সামনে তার ব্যক্তিগত সিএনজি চালক দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করছেন। এ নিয়ে স্থানীয় যুবক লোকমান হোসেন ও এলাকাবাসী বিরোধিতা করে আসছে।
শনিবার রাত ১০টার দিকে তুচ্ছ ঘটনার জের ধরে নিজাম উদ্দিন তার দোকানের সামনে ছোরা দিয়ে তলপেটে আঘাত করলে লোকমান হোসেনের পেটের নাড়ী ভুড়ি বের হয়ে পড়ে। পরিবারের সদস্যরা রাতে তাকে ফেনী সদর হাসপাতল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে লোকমান হোসেনের মৃত্যু হয়।
ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শাহিনুজ্জামান খুনের সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। এ ঘটনায় নিহতের ছেলে হানিফ বাদী হয়ে রোববার সকালে একজনকে আসামি করে মামলা করেছে। পুলিশ আসামি গ্রেফতারের চেষ্টা করছে।
জহিরুল হক মিলু/এসএস/আরআইপি