ঠাকুরগাঁওয়ে যুবকের মরদেহ উদ্ধার


প্রকাশিত: ১২:১০ পিএম, ০২ অক্টোবর ২০১৬

ঠাকুরগাঁও সদর উপজেলা মোহাম্মদপুর ইউনিয়নে নদীতে পড়ে নিখোঁজের একদিন পর নরেনের (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে। নরেন উপজেলার জগন্নাথপুরের বাসিন্দা।

রোববার টাঙন নদীর ফেসরাডাঙ্গী সেতুর নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয় বলে জানান ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ইনচার্জ পরিদর্শক ফসির উদ্দিন।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ইনচার্জ ফসির উদ্দিন বলেন, শনিবার বিকেলে টাঙন নদীর ফেসরাডাঙ্গী সেতুর নিচে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন নরেন। রোববার রংপুর থেকে ডুবুরি দল এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর তার মরদেহ উদ্ধার করে।

রবিউল এহসান রিপন/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।