জামালপুরে ১৪ নেতাকর্মী কারাগারে
গাড়ি ও বিলবোর্ড ভাঙচুর মামলায় জেলা ছাত্রদলের আহ্বায়কসহ ১৪ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে জামালপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মমিনুল হক জামিন আবেদন নামঞ্জুর করে তাদের আদালতে প্রেরণ করে।
আদালত সূত্র জানায়, গাড়ি ও বিলবোর্ড ভাঙচুরের দুটি মামলায় বৃহস্পতিবার দুপুরে জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনসহ ৫৩ জন বিএনপি এবং ছাত্রদলের নেতাকর্মী জামালপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করে হাজিরা দেয়। আদালতের বিচারক জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ৩৯ জনের জামিন আবেদন মঞ্জুর করে এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক সজিব খানসহ বিএনপি ও ছাত্রদলের ১৪ নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়। জামিন নামঞ্জুরকৃত আসামিরা হলেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক সজিব খান, বিএনপি নেতা রুহুল আমিন মিলন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন কর্ণেল, শাহ্ মাসুদ, ছাত্রদলের কাওসার, আলমগীর, রব্বানী, খোরশেদ, মধু, বাচ্চু, মজিবর, কামরুল, তুলেকারী, সোহেল।
এমএএস/পিআর