শরীয়তপুরে কুকুরের কামড়ে শিশুসহ আহত ২০
শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়নের বড়াইল গ্রামে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ২০ জন আহত হয়েছে। রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত এ কুকুরের কামড়ের ঘটনা ঘটে।
আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। যাদের অবস্থা আশঙ্কাজনক তাদের ভর্তি করে অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেয়া হয়েছে। শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে রুহুল আমিন (৪), হাবিব হোসেন (৫), নিঝুম আক্তার (৪) ও ফারুক আহম্মেদ (৩)।
বড়াইল গ্রামবাসী জানান, পাগলা কুকুরের ভয়ে আমাদের বাচ্চাদের স্কুলে পাঠায় না। কখন কামড় দিয়ে বসে?
ছগির হোসেন/এসএস/পিআর