এবার খাগড়াছড়িতে ইরাদ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা
দেশের বিভিন্ন জেলার পর এবার খাগড়াছড়িতে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টার দিকে খাগড়াছড়ি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নোমানের আদালতে মামলাটি দায়ের
করেন জেলা আওয়ামী লীগ নেতা মো. শানে আলম।
অভিযোগে উল্লেখ করা হয়, গাজীপুরের বিএনপি নেতা চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী তার ফেসবুকের বিভিন্ন স্ট্যাটাসের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর ররহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেয় প্রতিপন্নসহ ব্যঙ্গ করেছেন। একই সঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকা ভারতের পতাকার রেফারেন্ডাম বলে জাতীয় পতাকার অবমাননা করেছেন।
দণ্ডবিধির ১২৪(খ), ৫০৫(২)(৪) ধারাসহ তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত করার জন্য খাগড়াছড়ি সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী বিএনপি থেকে বহিষ্কৃত চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে।
মুজিবুর রহমান ভুইয়া/এআরএ/এবিএস