পরশুরামে মনোনয়ন জমাদানে বাধা
ফেনীর পরশুরাম উপজেলা নির্বাচন অফিসে পাহারা বসিয়েছেন সরকার দলীয় সমর্থকরা। ফলে বেশ কয়েকজন চেয়ারম্যান ও মেম্বার পদে মনোনয়ন প্রত্যাশী মঙ্গলবার নির্বাচন কার্যালয়ের যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে ফিরে গেছেন। এছাড়া একাধিক প্রার্থীর বাড়িতে গিয়ে হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
অপরদিকে, দলীয় মনোনয়ন প্রাপ্তদের হাতে মঙ্গলবার সকালে সংরক্ষিত মহিলা ওয়ার্ডের এক স্বতন্ত্র প্রার্থী লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে। এছাড়াও বক্সমাহমুদ ইউনিয়নের ৭,৮,৯নং ওয়ার্ডের সম্ভাব্য প্রার্থী রুবী আক্তার মঙ্গলবার মনোনয়ন ফরম জমা দিতে গিয়ে বাধার কারণে জমা দিতে পারেননি। তার স্বামী শাহ-আলম স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন স্ত্রী মনোনয়ন ফরম জমা দিতে চাইলে ১০/১৫ জন তাকে বাধা দেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন।
সরকার সমর্থকরা পাহারা বসানোর কারণে মঙ্গলবার একটি ছাড়া আর কোনো ফরম সংগ্রহ হয়নি। এছাড়া একাধিক মেম্বার পদে মনোনয়ন ফরম সংগ্রহ করতে গেলে তাদের বাধা দেয়ার ঘটনা ঘটেছে।
নির্বাচন অফিস থেকে জানা গেছে, উপজেলা নির্বাচন অফিস গত ২৬ সেপ্টেম্বর তারিখ থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু করেন। প্রথমে চিথলিয়া ও বক্সমাহমুদ ইউনিয়নে একাধিক চেয়ারম্যান ও মেম্বার প্রার্থী মনোনয়ণ ফরম সংগ্রহ করলে মঙ্গলবার থেকে বাধার কারণে নতুন কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারছেন না বলে অভিযোগ করেছেন।
জানা গেছে, মির্জানগর ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডে দুই একটি ছাড়া এখন পর্যন্ত নতুন কাউকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে দেয়া হয়নি। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত নির্বাচন অফিসের দুইটি প্রবেশ পথ পাহারা দিচ্ছেন।
আগামী ৬ অক্টোবর মনোনয় ফরম জমা দেয়ার শেষ তারিখ।
কয়েকজন প্রার্থী অভিযোগ করেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর তেমন কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি। পরশুরাম থানা পুলিশ নির্বাচন কার্যালয়ের নিচে অবস্থান করলেও সরকার সমর্থকদের পাহারা সড়াতে কোনো প্রদক্ষেপ নিতে দেখা যায়নি।
এর আগে পরশুরাম উপজেলা নির্বাচন অফিসে পাহারা, মনোনয়ন ফরম সংগ্রহ জমাদানে বাধা দেয়া এবং চেয়ারম্যান ও মেম্বার পদে একটি মনোনয়ন ফরম জমা পড়ায় নির্বাচন কমিশন পরশুরাম উপজেলা নির্বাচন স্থগিত করেন। গত ২৫ সেপ্টেম্বর নতুন নির্বাচন তফসিল ঘোষণা করেছেন। আগামী ৩১ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।
পরশুরাম উপজেলা নির্বাচন কর্মকর্তা সাহেদা আক্তার জানান, মনোনয়ন ফরম সংগ্রহে কাউকে বাধা দেয়ার ঘটনা ঘটেনি। তাছাড়া পুলিশ নিয়মিতভাবে কার্যালয়ের আশপাশে টহল দিচ্ছেন।
জহিরুল হক মিলু/এআরএ/আরআইপি