‘নদী বাঁচাও-চলনবিল বাঁচাও’ স্লোগানে নৌ লংমার্চ


প্রকাশিত: ০৮:৫৪ এএম, ০৫ অক্টোবর ২০১৬

`নদী বাঁচাও-চলনবিল বাঁচাও` এই স্লোগান নিয়ে নাটোরে গুরুদাসপুর থেকে রাজশাহীর চারঘাট অভিমুখে নৌ লংমার্চ শুরু হয়েছে।

বুধবার সকাল ১০টায় গুরুদাসপুরের রসুনহাট ঘাটে নৌ লংমার্চের উদ্ধোধন করেন গুরুদাসপুর পৌরসভার মেয়র শাহনেওয়াজ আলী মোল­া। এসময় লংমার্চের আহ্বায়ক এমদাদুল হক মোল­া, গুরুদাসপুর নদী রক্ষা আন্দোলন কমিটির সভাপতি অধ্যাপক আতাহার আলী ও সেক্রেটারি মজিবর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় তারা বলেন, রাজশাহীর পদ্মা নদীর চারঘাট এলাকায় বড়াল নদীর অভিমুখে স্লুইচগেট দিয়ে পানি প্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। যার কারণে চলনবিল অঞ্চলের আত্রাই, গুমানী, নন্দকুঁজাসহ ছোট বড় ৩০টি নদী ও জলাশয় মরে যাচ্ছে। এছাড়া  শুষ্ক মৌসুমে পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানি সঙ্কটের কারণে বিল অঞ্চলের কৃষিতে উৎপাদন ব্যাহত হচ্ছে।

এদিকে এ অঞ্চলের মালামাল বহনের যোগাযোগ মাধ্যম নৌপথ হলেও এখন তা বন্ধ হওয়ায় পরিবহন খরচ বেড়ে গেছে। তাই অবিলম্বে নদীর নাব্যতা ফেরাতে দ্রুত স্লুইচ গেট ও ব্রিজ অপসারণ না করা হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা করা হবে বলেও জানান তারা।

নৌ লংমার্চে চলনবিল অঞ্চলের নদী রক্ষা কমিটিসহ অন্তত ৩২টি সংগঠনের শতাধিক নৌকা অংশগ্রহণ করে। পরে নৌ লংমার্চটি দুপুরে বাগাতিপাড়া উপজেলার বড়াল নদীর আট ঘড়িয়া স্লুইচগেট এলাকায় সমাবেশ করে।
 
রেজাউল করিম রেজা/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।