গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক গ্রেফতার


প্রকাশিত: ০৮:১৭ পিএম, ০৫ অক্টোবর ২০১৬

গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাওছুল আজম ডলারকে গ্রেফতার করেছে পুুলিশ। বুধবার রাত সাড়ে ১০টার দিকে পলাশবাড়ি উপজেলার  মাঠেরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নবীউল ইসলাম জানান, ডলারের বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে। গোপন খবর পেয়ে রাতে মাঠেরহাট  এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

গাওছুল আজম ডলার গাইবান্ধা পৌর এলাকার পশ্চিমপাড়ার বাসিন্দা।

অমিত দাশ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।