সুন্দরবনে র‌্যাব-বনদস্যু বন্দুকযুদ্ধ : আটক ২


প্রকাশিত: ০৯:২০ এএম, ০৬ অক্টোবর ২০১৬

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়ার খাল এলাকায় র‌্যাব ও বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শুরু হওয়া আধা ঘণ্টাব্যাপী এ বন্দুকযুদ্ধের পর দুটি আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড গুলিসহ দুই বনদস্যুকে আটক করেছে র‌্যাব।

আটকরা হলেন, সুন্দরবনের বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্য আজিজুল ও আবুল হোসেন। তারা সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বাসিন্দা।

র‌্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর আদনান কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়া খালে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এসময় জোংড়া খালের মধ্যে পূর্ব দিকে অবস্থান নেয়া বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা অভিযানকারীদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে।  

র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। প্রায় আধ ঘণ্টা ধরে চলা বন্দুকযুদ্ধের এক পর্যায়ে বনদস্যুরা রণেভঙ্গ দিয়ে সুন্দরবনের গহীন অরণ্যে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাব সদস্যরা দুই দস্যুকে আটক করেন।

পরে আটকদের কাছ থেকে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাদের দাকোপ থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

শওকত আলী বাবু/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।