ঝালকাঠিতে বিএনপির কমিটি গঠন


প্রকাশিত: ১০:৪৮ এএম, ০৬ অক্টোবর ২০১৬

ঝালকাঠি সদর উপজেলা ও শহর বিএনপির কমিটি কাউন্সিলের মাধ্যমে গঠন করা হয়েছে। এতে সদর উপজেলায় সরদার এনামুল হক এলিনকে সভাপতি, অ্যাডভোকেট রেজাউল হক আজিমকে সাধারণ সম্পাদক ও জহির উদ্দিন ঝন্টুকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার শহরের ব্র্যাক মোড়স্থ একটি কমিউনিটি সেন্টারে কাউন্সিলরদের প্রত্যক্ষ সমর্থনে পৃথকভাবে ১১১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

শহর বিএনপিতে অনাদী দাসকে সভাপতি, আনিচুর রহমান তাপুকে সাধারণ সম্পাদক ও অ্যাডভোকেট ফয়সাল খানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন। কাউন্সিলের উদ্বোধন করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মন্টু।

বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সহসভাপতি মিঞা আহমেদ কিবরিয়া। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবীর বাবুল, নলছিটি উপজেলা সভাপতি আনিচুর রহমান খান হেলাল, শহর সভাপতি মুজিবুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা দল সভাপতি আবুবকর খান, জেলা বিএনপি যুববিষয়ক সম্পাদক রবিউল হোসেন তুহিন, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এনামুল সাজু, শ্রমিকদল সভাপতি টিপু সুলতান প্রমুখ।

মো. আতিকুর রহমান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।