সাহসী বক্তব্যের জন্য চার স্কুলছাত্রকে পুরস্কৃত
সন্ত্রাস-জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুক বিষয়ে সাহসী বক্তব্যের জন্য চার স্কুলছাত্রকে পুরস্কৃত করেছেন মানিকগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান।
বৃহস্পতিবার দুপুরে জেলা সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে সামাজিক সমস্যা বিষয়ে এক মতবিনিময় সভায় এ পুরস্কার দেয়া হয়।
পুরস্কারপ্রাপ্তরা হল- নবম শ্রেণির ছাত্র রাগিব রিয়াসত খৈয়াম, একই শ্রেণির রবিউল হাসান পিয়াস, সপ্তম শ্রেণির ছাত্র রবিউল হাসান এবং দশম শ্রেণির ছাত্র জারিফ হোসেন।
শুধু পুরস্কারই নয়, তাদের মঞ্চে অতিথি হিসেবেও আসন দেয়া হয়। মতবিনিময় সভার আয়োজন করে জেলা সরকারি বালক উচ্চবিদ্যালয়।
প্রধান অতিথি মানিকগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান বক্তব্যের শুরুতে জঙ্গিবাদ সম্পর্কে যেকোনো একজন শিক্ষার্থীকে কথা বলার জন্য আহ্বান জানান।
বেশ কিছুক্ষণ নীরব থাকার পর পেছন থেকে নবম শ্রেণির শিক্ষার্থী রাগিব রিয়াসত খৈয়াম এগিয়ে আসে। মঞ্চে মাইকের সামনে দাঁড়িয়ে সাহসিকতার সঙ্গে সুন্দরভাবে জঙ্গিবাদ সম্পর্কে বক্তব্য উপস্থাপন করে।
বক্তব্য শেষে উপস্থিত অতিথিসহ ছাত্র-শিক্ষক-অভিভাবকরা হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানান। পুলিশ সুপারের আহ্বানে একইভাবে সন্ত্রাস সম্পর্কে বক্তব্য রাখে নবম শ্রেণির ছাত্র রবিউল হাসান পিয়াস।
এছাড়া মাদক, ইভটিজিং, যৌতুক ও বাল্যবিবাহ নিয়ে বক্তব্য রাখে সপ্তম শ্রেণির ছাত্র রকিবুল হাসান এবং দশম শ্রেণির ছাত্র জারিফ হোসেন। চার ছাত্রই সাহসিকতার সঙ্গে এবং সাবলীলভাবে বক্তব্য দিয়ে সবাইকে মুগ্ধ করে।
পুলিশ সুপার তাৎক্ষণিক রাকিবুল হাসানকে ৭ হাজার, জারিফকে ৬ হাজার, রাগিব রিয়াসত খৈয়ামকে ৫ হাজার এবং রবিউল হাসান পিয়াসকে ৫ হাজার টাকা পুরস্কার দেন।
পুলিশ সুপার মাহফুজুর রহমান জাগো নিউজকে বলেন, চার ছাত্র অত্যন্ত সাহসিকতার সঙ্গে সাবলীলভাবে বক্তব্য দিয়েছে। শুনে সবাই মুগ্ধ হয়েছি। এসব সমস্যা কীভাবে সমাধান করা যায় তা নিয়েও চমৎকার বক্তব্য দিয়েছে তারা। এই বয়সে তারা এতটা সচেতন চিন্তা করিনি। তাই তাদের উৎসাহ দেয়ার চেষ্টা করেছি।
তিনি আরো বলেন, চার ছাত্রকে অনুকরণ করে সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহসহ সামাজিক সমস্যার বিষয়ে ছাত্ররা বলতে শুরু করলে দেশে বিরাজমান সমস্যা দূর হবে। তৈরি হবে আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার ডিএসবি মো. সাজাহান শেখ, সহকারী পুলিশ সুপার মো. সামছুদ্দিন ছালেহ আহমম্দ চৌধুরী, মানিকগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম ছারোয়ার ছানু প্রমুখ উপস্থিত ছিলেন।
বি.এম খোরশেদ/এএম/পিআর