কাঁঠালিয়ায় গণপিটুনিতে ডাকাত নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৭:০৯ এএম, ০৭ অক্টোবর ২০১৬
প্রতীকী ছবি

ঝালকাঠির কাঠালিয়ায় গণপিটুনিতে জয়দেব পাইক (২৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন। নিহত জয়দেব পিরোজপুর উপজেলার দক্ষিণ ভান্ডারিয়া গ্রামে বাবুল পাইকের ছেলে।

এছাড়া জয়দেবকে আটককালে বিলসোনাউটা গ্রামের রমেন হালদারের ছেলে রাজিব হালদারকেও (২৮) ডাকাত সন্দেহে  আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ১০ জনের অস্ত্রধারী ডাকাতদল উপজেলার বিল ছোনাউটা গ্রামের মাদরাসা শিক্ষক ফোরকান খানের বাড়িতে হানা দেয় এবং লোকজনকে জিম্মি করে টাকা, স্বর্ণালংকার ও মালামাল লুট করে। কিন্তু তারা যাওয়ার সময় বাড়ির লোকজনের চিৎকারে তিন গ্রামের জনতা একত্রিত হয়ে ধাওয়া করে।

এসময় জয়দেব নামের ওই ডাকাতকে আটক করে গণপিটুনি দেয় গ্রামবাসী। পরে পুলিশ গিয়ে আহতাবস্থায় ডাকাত জয়দেবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন কাঁঠালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন।

আতিকুর রহমান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।