ফরিদগঞ্জে দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ


প্রকাশিত: ০৩:৫০ পিএম, ০৮ অক্টোবর ২০১৬

চাঁদপুরের ফরিদগঞ্জে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। এছাড়া দশম শ্রেণির আরেক শিক্ষার্থীর আশালীন দৃশ্য ইউটিউবে ছেড়ে দেয়ায় স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

জানা গেছে, উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের ১৮২নং হাঁসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার কোচিং শেষে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে নৈশপ্রহরী মানিক (২৫) রুম তালাবদ্ধ করে যৌন নিপীড়নের চেষ্টা করে।

এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই ওই শিক্ষার্থীর মা স্কুলে এসে শিক্ষার্থীকে উদ্ধার করে। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানায় ওই রাতেই মেয়েটির মা বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ পিয়ন মানিককে আটক করে।

এ দিকে যৌন নিপীড়নের কোনো ঘটনা ঘটেনি জানিয়ে পিয়ন মানিকের মামা সোহেল হোসেন জানান, পূর্ব পরিকল্পিতভাবে ঘটনা সাজানো হয়েছে।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) মাহবুব মোল্লা জানান, মামলাটি তদন্ত করা হচ্ছে।

অন্যদিকে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের পাইকপাড়া ইউজি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে আনিস নামের এক ছাত্রের আশালীন দৃশ্য মোবাইলে ভিডিও করে ইউটিউবে ছড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে ওই স্কুলেরই আরেক ছাত্র আব্দুলে বিরুদ্ধে।

বিষয়টি জানাজানি হলে স্কুল কর্তৃপক্ষ উভয় ছাত্রের অভিভাবকদের জানানো হলে তারা উভয় ছাত্রকে মুচলেকা দিয়ে স্কুল থেকে নিয়ে যায়।

এ ব্যাপারে শিক্ষার্থীর অভিভাবক স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেন।

ঘটনা স্বীকার করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আ. মান্নান জানান, তারা ওই দুই ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন।

ইউপি চেয়ারম্যান আলী আক্কাছ ভূঁইয়া জানান, লিখিত অভিযোগ পেয়ে ছেলে ও মেয়ের অভিভাবকদের ঘটনা সুরাহা করার দায়িত্ব দিয়েছেন। নচেৎ তিনি বিচারকার্য করবেন।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।