মানিকগঞ্জে ট্রাক উল্টে হেলপার নিহত
মানিকগঞ্জের সিংগাইরে ইট বোঝাই ট্রাক উল্টে কবীর হোসেন (২৮) নামে এক হেলপার নিহত হয়েছেন। সোমবার সকাল ৭টার দিকে মানিকগঞ্জ-হেমায়েত সড়কের ভূমদক্ষিণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কবীর হোসেনের বাড়ি ভোলার চরফ্যাশনে।
সিংগাইর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়েদুজ্জামান জানান, ঢালু রাস্তায় উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ইট বোঝাই ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই হেলপার কবীর হোসেন মারা যান। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বি.এম খোরশেদ/এসএস/এবিএস