ধর্ম নিয়ে যারা রাজনীতি করে, তাদের ধর্ম নেই


প্রকাশিত: ১০:৫১ এএম, ১১ অক্টোবর ২০১৬

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ বিশ্বাস করে এবং মানে, ধর্ম যার যার উৎসব সবার। আর তাই বঙ্গবন্ধুর গড়া আওয়ামী লীগ কোনো ধর্ম নিয়ে রাজনীতি করে না এবং ধর্ম নিয়ে কেউ রাজনীতি করুক তা চাইও না। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, তাদের কোনো ধর্ম নেই। তারা কোনো ধর্মের বা জাতির হতে পারে না।

মঙ্গলবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা শেরপুরের নকলা ও নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সম্প্রদায়ে সম্প্রদায়ে, ধর্মে-ধর্মে হানাহানি-খুনাখুনির চিহ্নমাত্র যেন বাংলাদেশে না থাকে, সেটা শেখ হাসিনা নিশ্চিত করতে সক্ষম হয়েছেন। মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডা সব জায়গায় একটা অস্থিরতা সৃষ্টির কম চেষ্টা করা হয়নি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর হস্তে সেটা দমন করতে সক্ষম হয়েছেন।

মন্ত্রীর সঙ্গে ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার মো. মেহেদুল করিম, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. আব্দুল হালিম, খামারবাড়ির উপ-পরিচালক আশরাফ উদ্দিন প্রমুখ।

হাকিম বাবুল/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।