বদলগাছীতে বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২


প্রকাশিত: ১১:৩০ এএম, ১১ অক্টোবর ২০১৬

নওগাঁর বদলগাছীতে বাস ও অটোরিকশার সংঘর্ষে অটোরিকশাচালক শুকুর আলীসহ (৪৫) দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো সাতজন আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বদলগাছী-মাতাজী সড়কের বাংলালিংক টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। নিহত শুকুর আলী উপজেলার আব্দুল্লাহ’র ছেলে। অপর নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বদলগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন দুর্ঘটনায় দু’জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলা চৌরাস্তার মোড় থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি মাতাজী বাজারে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশাচালক শুকুর আলীর মৃত্যু হয়। এ ঘটনায় অটোরিকশার আট যাত্রী আহত হয়।   

ওসি জালাল উদ্দীন আরো জানান, আহতদের উদ্ধার করে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে একজনের মৃত্যু হয়।

এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি জালাল উদ্দীন।

আব্বাস আলী/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।