খাগড়াছড়িতে এলজিসহ আটক ২


প্রকাশিত: ১১:২২ এএম, ১২ অক্টোবর ২০১৬

খাগড়াছড়িতে দেশীয় তৈরি একটি এলজি ও দুই রাউন্ড অ্যামিনেশনসহ দুই ইউপিডিএফ সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে দু’টি মোবাইল ফোন একটি দা ও একাধিক মোবাইল সিম উদ্ধার করা হয়।

বুধবার ভোর ৫টার দিকে মাটিরাঙার দলদলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন, খাগড়াছড়ি সদর উপজেলার গাছবান প্রকল্প এলাকার বরেন্দ্র চাকমার ছেলে সনাতন চাকমা ওরফে অর্জুন (৪৫) এবং মাটিরাঙা উপজেলার ব্যাঙমারা এলাকার জ্যোতিরময় চাকমার ছেলে এলিন চাকমা (২০)।

নিরাপত্তাবাহিনী সূত্রে জানা গেছে, বুধবার ভোর ৫টার দিকে ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙা সেনা জোনের  সাপমারা ক্যাম্প কমান্ডার সেকেন্ড লে. মো. উইদাদ ইসলাম নিলয়য়ের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহলদল মৌজার বীরেন্দ্র পাড়ার ধনী কৃষ্ণ কার্বারির বাড়িতে অভিযান চালায়। এ সময় অস্ত্রহস দুইজনকে আটক করা হয়।

আটকরা পার্বত্য চুক্তিবিরোধী সাম্প্রদায়িক ইউপিডিএফ’র স্থানীয় চাঁদা কালেক্টর বলে সেনাবাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। আটকদের জিজ্ঞাসাবাদ শেষে মাটিরাঙা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে নিরাপত্তাবাহিনী।

মুজিবুর রহমান ভুইয়া/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।