শরীয়তপুরের ৬ ইউপিতে নির্বাচন ৩১ অক্টোবর


প্রকাশিত: ০৩:৩০ এএম, ১৩ অক্টোবর ২০১৬

শরীয়তপুরের স্থগিত ছয় ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী শুক্রবার (১৪ অক্টোবর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন থেকে নির্বাচন সংক্রান্ত পাঠানো একটি চিঠি শরীয়তপুর নির্বাচন অফিসে পৌঁছালে পুনরায় তফসিল ঘোষণা করা হয়। তফসিলে আগামী ৩১ অক্টোবর নির্বাচন অনুষ্ঠানের দিন নির্ধারণ করা হয়েছে। আর ১৪ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। পরে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।

শরীয়তপুর সদর উপজেলার মাহমুদপুর, ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও, নারায়ণপুর নড়িয়া উপজেলার নশাসন এ চারটি ইউনিয়ন পরিষদের নির্বাচন গত মার্চ থেকে জুনে হওয়ার কথা থাকলেও স্থগিত করে দেন জেলা নির্বাচন কর্মকর্তা। আর গোসাইরহাট উপজেলার আলাওলপুর ও কুচাইপট্টি ইউনিয়নে মামলার জটিলতার কারণে ১৭ বছর স্থগিত থাকে।

জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ জালাল উদ্দিন বলেন, স্থগিত ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে ৩১ অক্টোবর। নির্বাচনের জন্য সমস্ত প্রস্তুতি নেয়া আছে আমাদের।

ছগির হোসেন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।