বরগুনায় ১৯ জেলের দণ্ড


প্রকাশিত: ১০:২১ এএম, ১৩ অক্টোবর ২০১৬

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ১৬ জেলেকে ২ বছরের এবং ৩ জেলেকে একমাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর আগে দুটি ট্রলারসহ তিন লাখ মিটার জাল ও ২০ জেলেকে আটক করে পাথরঘাটা কোস্টগার্ড।

এসময় মো. সরোয়ার (১৪) নামে একজনের বয়স কম থাকায় তাকে বেকসুর খালাশ দেয়া হয়। পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম এ রায় দেন।

বৃহস্পতিবার সকালে বরগুনার লালদিয়ার চর এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করে দুপুরে তাদের সাজা দেয়া হয়।

আটক ও সাজা প্রাপ্তরা হলেন, মো. রাসেল (২৪), মো. দুলাল হোসেন (৪৫), রুবেল হোসেন (১৫), কামাল হোসেন (৩৪), মামুন (১৮), মো. হাসান (২০), পান্না মোল্লা (৩০), মো. জসিম (১৮), মো. সাইফুল (১৮), আবুল কাসেম (৩৫), মো. আবু তালেব (৩০), মো. আয়নাল ঘরামী (৫০), মো. স্বপন (৩২), মো. বেলাল (৩০), মো. মোস্তফা কামাল (৩০), শাহ জালাল (১৮), আবুল বাশার (১৫), আবদুস সালম (৩০) ও মো. হাসান (১৫)। এছাড়া আটক ট্রলার দুটির নাম এমভি শারমিন ও এমভি জাকির।

সাইফুল ইসলাম মিরাজ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।