হরতালে উত্তাল খাগড়াছড়ি
পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন-২০১৬ বাতিল ও বাঙালিদের অধিকারের দাবিতে ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিন উত্তাল হয়ে উঠেছে খাগড়াছড়ি।
হরতালের সমর্থনে বৃহস্পতিবার সকাল থেকেই খাগড়াছড়ির বিভিন্ন পয়েন্টে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের নেতাকর্মীদের রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। এসময় হরতালের সমর্থনে খণ্ড খণ্ড মিছিলে জেলা শহর প্রকম্পিত হয়ে উঠে।
এদিকে, বেলা ১১টার দিকে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের নেতাকর্মীরা খাগড়াছড়িতে বিতর্কিত পার্বত্য ভূমি কমিশন কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে।
খাগড়াছড়ি জেলা সদরে বৃহস্পতিবার সাপ্তাহিক হাটবারের দিনেও সব ধরনের দোকান-পাট বন্ধ ছিল। নিজেদের সব রকমের আর্থিক ক্ষতিকে মেনেই হরতালের প্রতি ব্যবসায়ীদের ছিল আকুন্ঠ সমর্থন। হরতালের কারণে খাগড়াছড়ি জেলা শহর থেকে ঢাকা-চট্টগ্রামসহ দূরপাল্লার সড়কে কোনো যানবাহন ছেড়ে যায়নি। অভ্যন্তরীণ সড়কেও সব ধরনের যান চলাচল বন্ধ আছে। জেলা ও উপজেলা শহরের রিকশা বা টমটম চলাচল করেনি।
পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় জ্যৈষ্ঠ সহ-সভাপতি ও খাগড়াছড়ি পৌরসভার কাউন্সিলর মো. আবদুল মজিদ বলেন, এ কমিশন পাহাড়িদের স্বার্থ রক্ষার হাতিয়ার। এ কমিশনের মাধ্যমে পাহাড়ে সংঘাতের পথ খুলে দেয়া হয়েছে দাবি করে তিনি বলেন, কোন বিশেষ মহলের স্বার্থরক্ষার কমিশন দেশপ্রেমিক জনগণ মনে নেবে না।
হরতালকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা ও উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ সদস্যদের সতর্কাবস্থায় থাকতে দেখা গেছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবিকে টহল দিতেও দেখা গেছে।
প্রসঙ্গত, গত ১ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের ১৪টি সংশোধনী ভোটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। পরে ৯ আগস্ট আইনটি অধ্যাদেশ আকারে জারি করা হয় এবং সর্বশেষ গত ৬ অক্টোবর আইনটি জাতীয় সংসদে পাস করা হয়।
মুজিবুর রহমান ভুইয়া/এআরএ/এবিএস