বাগেরহাটে কলেজছাত্রের মরদেহ উদ্ধার


প্রকাশিত: ১১:৪৭ এএম, ১৩ অক্টোবর ২০১৬

বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পারনওয়াপাড়া গ্রামের একটি পুকুর পাড় থেকে আল মামুন (১৮) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মামুন পিরোজপুর জেলার নাজিরপুর শহীদ জিয়া ডিগ্রি কলেজের ২য় বর্ষের ছাত্র ছিলেন। তিনি সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের আতাইকাঠী গ্রামের সাত্তার তরফদারের ছেলে।

নিহত মামুনের পরিবারের দাবি, প্রেমঘটিত কারণে তাকে পরিকল্পিতভাবে বিষপান করিয়ে হত্যা করা হয়েছে।

বাগেরহাট মডেল থানা পুলিশের সেকেন্ড অফিসার মো. এনায়েত আলী খন্দকার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

বাগেরহাট/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।