শেরপুরে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন


প্রকাশিত: ০১:৩৬ পিএম, ১৩ অক্টোবর ২০১৬

শেরপুরে শহিদুল ইসলাম হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে শেরপুরের অতিরিক্ত দায়রা জজ মো. মোসলেহ্ উদ্দিন এ রায় দেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরো তিন আসামিকে খালাস দেয়া হয়।

দণ্ডপ্রাপ্ত আবুল হোসেন (৫০) সদর উপজেলার সুমি ডুবারপাড় গ্রামের বাহার উদ্দিনের ছেলে।

মামলার নথির বরাত দিয়ে পিপি অ্যাড. গোলাম কিবরিয়া বুলু জানান, সুমি ডুবারপাড় গ্রামের ইদ্রিস আলীর সঙ্গে আসামিদের জমি-জমা নিয়ে পূর্ব শত্রুতা ছিল। এই আক্রোশে ২০০৭ সালের ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে ইফতারের প্রস্তুতির সময় আসামিরা লাঠি নিয়ে ইদ্রিস আলীর ছেলে শহিদুল ইসলামকে ঘেরাও করে। একপর্যায়ে আবুল হোসেন লাঠি দিয়ে শহিদুলের মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়।

পরে ২৯ সেপ্টেম্বর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা ইদ্রিস আলী বাদী হয়ে চারজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে পুলিশ ২০০৮ সালের ২৭ জানুয়ারি চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বৃহস্পতিবার আদালত সাক্ষ্যপ্রমাণ শেষে একজনকে যাবজ্জীবন ও তিনজনকে বেকসুর খালাস দেন।

হাকিম বাবুল/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।