লঞ্চ থেকে ঝাঁপ দেয়া যুবকের মরদেহ উদ্ধার
ঢাকা থেকে বরিশালগামী লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দেয়া যুবক আকিবুর রহমানের (২০) মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের লগ্নিমারা চর থেকে বুধবার রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আকিব ফরিদগঞ্জ উপজেলা সদরের কাছিয়াড়া গ্রামের সাবেক সরকারি কর্মকর্তা আ. মতিনের ছেলে।
মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এর আগে সোমবার রাতে আকিব বরিশালগামী পাতারহাট-১২ লঞ্চেযোগে ঢাকা থেকে ফিরছিলেন। লঞ্চটি চাঁদপুরের কাছাকাছি আসলে তিনি নদীতে ঝাঁপ দেন বলে মুঠোফোনে আকিবের ভাই আরিফকে জানায় লঞ্চেরই এক যাত্রী।
নিহতের বড় ভাই আরিফ হোসেন বলেন, চাকরির ইন্টারভিউ দিতে গত রোববার আকিব ঢাকা যায়। সেখানে তার এক বন্ধুর বাসায় ওঠে। তার বন্ধুরা তাকে মারধর করার পাঁয়তারা করছে বলে আকিব আমাকে ফোনে জানায়।
একপর্যায়ে সে বন্ধুর বাসা থেকে পালিয়ে সোমবার রাতে সদরঘাট থেকে চাঁদপুরের উদ্দেশ্যে বরিশালের পারাবাত-১২ লঞ্চে ওঠে। লঞ্চ ছেড়ে দেয়ার পর সে জানতে পারে লঞ্চটি চাঁদপুর ঘাটে থামবে না। লঞ্চ থেকে অন্য এক যাত্রীর নাম্বারে আমাদের সঙ্গে কথা বলে। লঞ্চটি চাঁদপুরের কাছাকাছি আসার পর সে লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দেয় এবং ওই যাত্রী ফোনে বিষয়টি আমাদের জানায়।
এ ঘটনায় মঙ্গলবার চাঁদপুর মডেল থানায় জিডি করা হয়েছে। থানা সূত্রেই আকিবের মরদেহের সন্ধান পাওয়া যায়।
আকিবের পরিবারের দাবি, তার মৃত্যুর অন্তরালে কোনো রহস্য লুকিয়ে আছে। এদিকে আকিবের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছার পর শোকের মাতম চলছে।
এএম/পিআর