নৌকাডুবিতে নিখোঁজ রাখালের মরদেহ উদ্ধার
নীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ রাখাল মকবুল হোসেনের (২৮) মরদেহ চারদিন পর উদ্ধার করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
মকবুল হোসেনে পশ্চিম ছাতনাই ইউনিয়নের আজাহার আলীর ছেলে।
উপজেলার পূর্বছাতনাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান জাগো নিউজকে জানান, শুক্রবার দুপুর বেলা সাড়ে ১১টা দিকে মরদেহটি ভাসতে দেখে এলাকাবাসী খবর দেয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় মরদেহটি উদ্বার করা হয়ে।
তিনি আরো বলেন, এর আগে মঙ্গলবার সকালে তিস্তা নদীর কালীগঞ্জ এলাকার ৪০ জন ইঞ্জিনচালিত নৌকাযোগে তিস্তা নদীর ওপারে চরে ঘাস কাটতে যায়। তারা ঘাস কেটে ঘাসসহ পুনরায় নৌকাযোগে বিকাল সাড়ে ৪টার দিকে ফিরে আসছিল।
ফেরার পথে তিস্তা নদীর ঝাড়শিঙ্গেশ্বর জিরো পয়েন্ট এলাকায় নদীর ঘুর্ণিপাকে পড়ে নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা ৪০ জনের মধ্যে ৩৯ জন সাতরিয়ে প্রাণে রক্ষা পেলেও মকবুল হোসেন (২৮) নিখোঁজ হয়।
ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জাহেদুল ইসলাম/এসএস/পিআর