বন্য হাতির আক্রমণে নারীর মৃত্যু
শেরপুরের ঝিনাইগাতি উপজেলার কাংশা ইউনিয়নের কাওয়াকুচা গ্রামে বন্য হাতির আক্রমণে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মোমেনা দেওয়া (৬০) ওই গ্রামের মৃত ফজল হকের স্ত্রী। এ নিয়ে শেরপুরে গত পাঁচদিনে হাতির আক্রমণে দুই নারীসহ পাঁচজনের মৃত্যু হলো।
বন বিভাগের বিট অফিসার মো. আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বিগত কয়দিনে হাতির আক্রমণে অতিষ্ট হয়ে ওই এলাকার লোকজন নিরাপদ স্থানে চলে গেছে। কিন্তু ঘটনার শিকার মোমেনা দেওয়া তার নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। রাতে হঠাৎ বন্য হাতি তার ঘরে আক্রমণ করলে হাতির পায়ে পিষ্ট হয়ে তার মৃত্যু হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, শেরপুরে বন্য হাতির আক্রমণ একটি দুর্যোগ হিসেবে দেখা দিয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। হতির দল এখনো ওই গ্রামে অবস্থান করছে।
হাকিম বাবুল/এফএ/এমএস