মোবাইল চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা


প্রকাশিত: ০৪:৪৯ এএম, ১৬ অক্টোবর ২০১৬

শরীয়তপুরের গোসাইরহাটে মোবাইল ফোন চুরির অপরাধে ফিরোজ সরদার (২০) নামে এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছে। রোববার ভোর ৫টায় এ ঘটনা ঘটে।

ফিরোজ সরদার উপজেলার ইদিলপুর ইউনিয়নের ধীপুর গ্রামের সবুজ সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে যানা যায়, রোববার ভোরে সুমাইয়া হোটেলে মোবাইল চুরি করতে গেলে ফিরোজকে স্থানীয় লোকজন ধরে ফেলে। পরে তারা মারধর করে গুরতর আহত করেন এবং তার পরিবারকে খবর দেয়। পরিবারের লোকজন ফিরোজকে গোসাইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোফাজ্জল হোসেন বলেন, ফিরোজকে চুরির অপরাধে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরিবার জানতে পেরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

# Youth lynched for ‘stealing mobile’

ছগির হোসেন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।