মানিকগঞ্জ আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি


প্রকাশিত: ১০:০১ এএম, ১৬ অক্টোবর ২০১৬

প্রায় দুই বছর পর ঘোষণা হলো মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি। ২৩ জন উপদেষ্টাসহ ৯৪ সদস্যের এই কমিটিতে স্থান পেয়েছে বেশ কিছু নতুন মুখ। এর মধ্যে কয়েজন আওয়ামী রাজনীতিতে একেবারেই নতুন। কমিটি থেকে বাদও পড়েছেন পুরাতন কমিটির বেশ কয়েকজন নেতা, যাদের পরিচিতি রয়েছে মাঠের সক্রিয় নেতা হিসাবে।

রোববার দুপুরে মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে বিশেষ বর্ধিত সভায় এই কমিটি ঘোষণা করা হয়। এসময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন, সংসদ সদস্য মমতাজ ও যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম জাহিদসহ জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রায় এক যুগ পর গত বছরের ১৭ জানুয়ারি কাউন্সিলের মাধ্যমে শুধুমাত্র অ্যাড. গোলাম মহিউদ্দিনকে সভাপতি ও আব্দুস সালামকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেয়া হয়। পূর্ণাঙ্গ কমিটিতে উপদেষ্টা ও কার্যকারী পরিষদে বেশ কয়েকজন নতুন মুখ স্থান পেয়েছে।

কাযকরী পরিষদে স্থান পাওয়া আওয়ামী রাজনীতি নতুনদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, এফবিসিসিআইয়ের পরিচালক তাবারাকুল তোসাদ্দেক হোসেন খান টিটু। তিনি শিল্প বিষয়ক সম্পাদক হয়েছেন। এহতোসাম ভুনু হয়েছেন দফতর সম্পাদক। শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান ব্যবসায়ী আব্দুর রহিম খান পেয়েছেন কোষাদক্ষ পদ। এছাড়া অন্যান্য পদ ও সাধারণ সদস্যদের মধ্যেও বেশ কয়েজন নতুন মুখ রয়েছে।

এদিকে নতুন কমিটি থেকে বাদ পড়েছেন পুরাতন কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক দীপক ঘোষ, হায়দার আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাসুদেব সাহা এবং সমাজ কল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম পুলকসহ বেশ কয়েকজন নেতা। এরা অনেকেই বিগত আন্দোলন সংগ্রামে মাঠের সক্রিয় নেতা ছিলেন।

খোরশেদ/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।