ইউপি চেয়ারম্যানসহ ৫ সদস্যের বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ০৮:৫৪ এএম, ১৮ অক্টোবর ২০১৬

বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা নকীব ফয়সল অহিদসহ ৫ ইউপি সদস্য ও কৃষি ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে ৩টি মামলা হয়েছে। সরকারি প্রকল্পের টাকা দুর্নীতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে কচুয়া থানায় এসব মামলা হয়েছে।

অন্য আসামিরা হলেন-বাধাল ইউপি সদস্য আ. বারেক পাইক, সেলিম শিকদার, মো. আবেদ আলী শেখ, মো. জালিল শেখ, উত্তম কুমার দাস ও বাধাল কৃষি ব্যাংকের ভারপ্রাপ্ত ম্যানেজার উকিল উদ্দিন গাজী।

কচুয়া থানা পুলিশ মামলার বিবরণ উল্লেখ করে জানায়, বাধাল ইউনিয়ন পরিষদে চল্লিশ দিনের কর্মসৃজন প্রকল্পে তালিকাভুক্ত হতদরিদ্র দিন মজুরের নামে বরাদ্ধকৃত টাকা না দিয়ে ইউপি চেয়ারম্যানসহ ৫ ইউপি সদস্য ও কৃষি ব্যাংক কর্মকর্তা যোগসাজশে ভুয়া স্বাক্ষর দিয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। হতদরিদ্র দিন মজুরের নামে বরাদ্ধকৃত টাকা আত্মসাতের এ বিষয়টি জেলা প্রসাশনের তদন্তেও উঠে আসে।

শওকত আলী বাবু/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।