ফেনী জেলা পরিষদের দুর্নীতির তদন্ত শুরু


প্রকাশিত: ১২:২৭ পিএম, ২০ অক্টোবর ২০১৬

ফেনী জেলা পরিষদের দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বৃহস্পতিবার সকাল থেকে মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি তদন্ত কাজ শুরু করে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর কুমিল্লা অঞ্চলের প্রধান লুৎফুর রহমানের নেতৃত্ব উপ-সহকারী প্রকৌশলী এনামুল হকসহ দুই সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেন। তদন্ত কমিটি গত সময়ের বিভিন্ন প্রকল্পের কাগজ-পত্র পরীক্ষা নিরীক্ষা করেছেন।

ফেনী জেলা পরিষদের দুর্নীতি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর মন্ত্রণালয় দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কাজে সহযোগিতা করেন ফেনী জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এহছানুল পারভেজ।

তদন্ত শেষে কমিটির প্রধান লুৎফুর রহমান জানান, দীর্ঘ সময় বিভিন্ন কাগজপত্র পর্যালোচনা করে কিছু অনিয়মের নমুনা তিনি পেয়েছেন। তদন্ত প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ফেনী জেলা পরিষদের সাবেক প্রকৌশলী আফসার হোসেন সরকারের কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকার দলীয় ঠিকাদের মধ্যদিয়ে কোটি কোটি টাকা লুটপাট করে নেয়।

জহিরুল হক মিলু/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।