ঝালকাঠিতে হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন


প্রকাশিত: ১১:১৯ এএম, ২৪ অক্টোবর ২০১৬
প্রতীকী ছবি

ঝালকাঠিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে আম্বিয়া বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগে পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো.বজলুর রহমান এ রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলেন, জেলার রাজাপুর উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের মৃত আমজেদ আলী খানের ছেলে আবুল বাসার খান, একই গ্রামের মৃত করম আলীর ছেলে আব্দুল মান্নান ফকির, রোলা গ্রামের মৃত রহম আলীর ছেলে কবির হোসেন, একই গ্রামের সৈজদ্দিনের ছেলে মো.আলম ও আব্দুল সাত্তারের ছেলে বাবুল হাওলাদার। আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০০১ সালের ১৬ জানুয়ারি রাতের যেকোনো সময় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে আসামিরা নারিকেলবাড়িয়া গ্রামের মৃত আ. সত্তারের স্ত্রী আম্বিয়া বেগমকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের বড় ছেলে আ. কাদের খানের স্ত্রী হালিমা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যাক্তিদের আসামি করে রাজাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

২০০৪ সালের ১২ জুলাই পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঝালকাঠি ক্যাম্পের পরিদর্শক নির্মল চন্দ্র সরকার সাজাপ্রাপ্ত পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে উল্লিখিত রায় ঘোষণা করেন।

রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এম. আলম খান কামাল ও আসামি পক্ষে ছিলেন অ্যাড. আ. রশিদ সিকদার।

5 get life for murder in Jhalokati

আতিকুর রহমান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।