নাটোরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি


প্রকাশিত: ০৯:০৭ এএম, ২৭ অক্টোবর ২০১৬

নাটোরের সিংড়ায় স্ত্রী আসমা বেগমকে হত্যার দায়ে স্বামী হাসানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ রেজাউল করিম এ আদেশ দেন।

মামলার বিবরণীতে জানা যায়, গার্মেন্টস কর্মী স্ত্রী আসমার সঙ্গে হাসানের পারিবারিক বিরোধ চলে আসছিল। এর জের ধরে ২০১২ সালের ১৪ জুলাই রাতে সিংড়া উপজেলার পাকুড়িয়া গ্রামে নিজ বাড়িতে আসমাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে হাসান। পরে মরদেহটি বাড়ির পাশে একটি গাছে ঝোলানোর সময় এলাকাবাসী তাকে ধরে ফেলে।

এ ঘটনায় মামলা হলে প্রয়োজনীয় তদন্ত ও সাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালত এ রায় ঘোষণা করেন।

Man to walk gallows for killing wife

রেজাউল করিম রেজা/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।