থানা থেকে হাতকড়াসহ পলাতক আসামি গ্রেফতার


প্রকাশিত: ১২:৪২ পিএম, ২৭ অক্টোবর ২০১৬

লালমনিরহাটের হাতীবান্ধা থানা থেকে হাতকড়াসহ পলাতক আসামি মিলন মিয়াকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।  বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতে পাঠানোর হয়েছে।

এর আগে বুধবার রাতে দিনাজুপুরের পুলহাট এলাকা থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান। গত মঙ্গলবার ভোর ৬টার দিকে থানা থেকে হাতকড়াসহ পালিয়ে যায় মিলন।
 
পুলিশ জানায়, বিভিন্ন জায়গায় অভিযান চালায় হাতীবান্ধা থানার এসআই আনিছুর রহমান। এক পর্যায়ে তিনি বুধবার রাত সাড়ে ১০টার দিকে মিলনের গ্রামের বাড়ি দিনাজপুরের পুলহাট থেকে তাকে গ্রেফতার করেন।

লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার এমএন নাসির উদ্দিন জানান, থানা থেকে হাতকড়াসহ আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের দায়িত্ব অবহেলার কারণে এএসআই সাইদুল ইসলাম ও কনস্টেবল মতিয়ার রহমানকে লালমনিরহাট পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার ভোরে হাতীবান্ধা থানার লকাপের ভিতরে থাকা চুরির ঘটনার আসামি মিলন মিয়া (২৫) টয়লেটে যেতে চায়। এসময় দায়িত্বরত পুলিশ কনস্টেবল মতিয়ার তাকে হাতকড়াসহ পাশে থাকা টয়লেটে নিয়ে গেলেও ফেরার পথে ওই কনস্টেবলকে ধাক্কা দিয়ে হাতকড়াসহ পালিয়ে যায় মিলন।

রবিউল হাসান/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।